শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও বেশ সন্তোষজনক ছিল। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।’
এ বছর বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১১০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫০ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৪০টি আসনের বিপরীতে ৪৩০ জন ভর্তিচ্ছু আবেদন করেন।