আরও পড়ুন: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: ইরফান সেলিমের আরেক সহযোগী গ্রেপ্তার
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক আশফাক রাজীব হাসান আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে, তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল শহর থেকে দিপুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকেও রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। পরিদর্শক আশফাক তার সাত দিনের রিমান্ড আবেদন করেছেন।
ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ড ও গ্রেপ্তার বিষয়ে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।
ইরফানের পাশাপাশি তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদেরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।