হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে লাখ লাখ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর।
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়ক এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন খান।
তিনি বলেন, ‘অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া এবার মহাসড়কে অবৈধ গাড়িগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে।’
আরও পড়ুন: শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ তদারকিতে পোশাক কারখানা পরিদর্শনে শিল্প পুলিশ
তিনি আরও বলেন, ‘আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের কারণে ঈদের দিন বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকারের যুগোপোযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণসহ দেশের গুরুত্বপূর্ণ সব সড়ক, মহাসড়ক ৪, ৬ লেনে উত্তীর্ণ হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঈদযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে স্বস্তির ও নির্বিঘ্ন। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদের পরেও নির্বিঘ্ন যাত্রাপথ রাখতে পুলিশ মাঠে থাকবে।
আরও পড়ুন: ঈদে ঘরমুখো মানুষদের যানবাহনের ছাদে ভ্রমণ না করার পরামর্শ পুলিশের