ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঢাকার বাইরের কোনো জেলা থেকে কেউ আক্রান্ত হয়ে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন) সেবা নিতে চাইলে তাকেও সেবা দেওয়া হবে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ডব্লিউএসআইডি অসহায় নারী ও শিশুদের পাশে থেকে সেবা দিয়ে আসছে।
ডিএমপি কমিশনার বলেন, এই বিভাগের কার্যক্রম শুধু ঢাকা নগরীতে সীমাবদ্ধ থাকবে না, দেশের অন্যান্য অঞ্চলের নারী ও শিশুদের সহায়তায়ও কাজ করবে।
মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ডিএমপির ডব্লিউএসআইডির কর্মকর্তা ও বাহিনীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বিভাগের কর্মকর্তা-বাহিনীকে নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করার আহ্বান জানান। সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার ওপর জোর দেন তিনি।
তিনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি গবেষণা কেন্দ্র চালুর পাশাপাশি সাইবার ইউনিট, এনজিও এবং পুলিশ স্টেশনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য ডব্লিউএসআইডিকে নির্দেশ দেন।
আলোচনা শেষে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উদ্যোগে কর্মজীবী নারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ডিএমপি কমিশনার।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
উপ-কমিশনার হুমায়রা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) খন্দকার মহিদ উদ্দিন, যুগ্ম কমিশনার (অপরাধ) লিটন কুমার সাহা, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হকসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিষয়গুলো মোকাবিলায় ডিএমপি এবং বাংলাদেশ পুলিশের একটি যুগান্তকারী উদ্যোগ। পুলিশ রিফর্ম প্রোগ্রামের সহায়তায় এবং ১০টি পার্টনার এনজিওর সহযোগিতায় ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি ভিকটিম সাপোর্ট সেন্টার হিসেবে যাত্রা শুরু করে এটি।
২০১১ সালের জুলাই থেকে এই বিভাগের অধীনে একটি তদন্ত ইউনিট ও কুইক রেসপন্স টিম গঠন করে কাজ শুরু করা হয়।