টোটাল এভিয়েশন সিস্টেমসের (টিএএস) চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হকের আয়োজনে উদ্ভাবন ও কৌশলগত সহযোগিতার বিষয়ে আন্তঃখাত সংলাপে মহাকাশ, কূটনীতি এবং বৈশ্বিক উন্নয়ন খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের নিয়ে দোহায় একটি বিশেষ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে বাংলাদেশে মহাকাশ প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, বিশ্বব্যাপী ব্যবসায়িক রূপান্তরকারী হিসেবে পরিচিত ও ফিলিপ মরিস ইন্টারন্যাশনালের (পিএমআই) ভাইস প্রেসিডেন্ট নেভভেনা এবং বাংলাদেশকে বিশ্ব মঞ্চে সংযুক্ত করার নেতৃত্বদানকারী ইলন মাস্কের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস উদ্ভাবনের বিষয়ে নদৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
মজিবুল হক বলেন, 'এ ধরনের সমাবেশ আমাদের শুধু ধারণাই নয়, মূল্যবোধও বিনিময়ের সুযোগ করে দেয়- যা শিল্প ও জাতিকে ছাড়িয়ে সহযোগিতার পথ তৈরি করে।’
আরও পড়ুন: দেশের নারী ক্রীড়াবিদদের আশার আলো দেখিয়েছে কাতার ফাউন্ডেশন
এছাড়া বাংলাদেশে টেকসই উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের জন্য কাজ করা কিং চার্লস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ক্রিস্টিনা মুরিন এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচারে নিজের কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুইস জি ফ্রান্সেসচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাতারের ব্যস্ত রাজধানীতে আয়োজিত এই মধ্যাহ্নভোজে কৌশলগত সম্পৃক্ততা ও কূটনীতির বৈশ্বিক কেন্দ্র হিসেবে দোহার উদীয়মান অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়।