আরও পড়ুন: বরিশালের এএসপির মৃত্যুর ঘটনায় মামলা
আদাবর থানার ওসি (তদন্ত) ফারুক মোল্লা সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাসপাতালের বিপণন ব্যবস্থাপক আরিফ মাহমুদ, কো-অর্ডিনেটর রেদওয়ান সাব্বির, কিচেন শেফ মো. মাসুদ, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ড বয় জুবায়ের হোসেন, তানিম মোল্লা, সুজিত চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহমেদ ও সাইফুল ইসলাম পলাশ।
মামলার অভিযোগ অনুযায়ী, পুলিশ কর্মকর্তা আনিসুল করিম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং সোমবার বেলা ১১টায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। ভর্তির পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন বলে হাসপাতালের কর্মীরা তার স্বজনদের জানিয়েছিল।
পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে সেখানে আনার আগেই তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন মিলে আনিসুলকে টেনে হিঁচড়ে নিয়ে যান এবং ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় তাকে মারধর করেন।