রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয় জনের করোনা পজেটিভ ছিল। বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।
তিনি জানান, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় ১৩ জন মারা যান। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জে ছয়, নওগাঁর তিন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে। মারা যাওয়া করোনা শনাক্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ ও নওগাঁর একজন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ
এ নিয়ে গত ১৩ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১২৫ জন। এর মধ্যে ৭০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
আরও পড়ুন: করোনা: কুমিল্লায় নতুন শনাক্ত ২২, মৃত্যু ১
বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩৫ জন। ২৭১ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৯৪ জন। অতিরিক্ত রোগীদের বিকল্পভাবে বেড বাড়িয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: কুষ্টিয়া পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ: করোনায় ৩ মৃত্যু, শনাক্ত ৬১