ঢাকা, ১৬ অক্টোবর (ইউএনবি)- একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামী ৭ নভেম্বর শুরু হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
আগামী ৭ নভেম্বর বিকাল সোয়া ৪টায় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ১২ সেপ্টেম্বর শেষ হয়।