বুধবার বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পর্কিত যৌথ সম্ভাব্যতা যাচাই শেষসহ ৭টি ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ ও চীন।
অন্যান্য ঘোষিত ফলাফল হচ্ছে- বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির অনুকূলকরণে আলোচনা শুরু; ডিজিটাল কানেক্টিভিটির জন্য টেলিযোগাযোগ নেটওয়ার্কের আধুনিকায়ন প্রকল্পের সমাপ্তি; ডাবল পাইপলাইন প্রকল্পের সঙ্গে একক পয়েন্ট সংযোগের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন; রাজশাহী ওয়াসা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সূচনা; শানডং কৃষি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই; বাংলাদেশে লুবান ওয়ার্কশপ নির্মাণ।
আরও পড়ুন: বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২১টি সহযোগিতা নথি সই
গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব ফলাফল ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বর্তমানে বেইজিং সফর করছেন।
বুধবার বিকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর তিনি তার সফর শেষ করবেন।
আরও পড়ুন: ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় বৈঠক শুরু