অমর একুশে বইমেলা-২০২২ বৃহস্পতিবার শেষ হয়েছে। ৩১ দিনব্যাপী চলা এবারের মেলায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঐতিহ্যগতভাবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারির কারণে কিছুটা বিলম্বিত হয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে এ বছরের বিক্রয় প্রতিবেদন উপস্থাপন করেন বাংলা একাডেমির পরিচালক ও একুশে বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ। ২০২০ সালে মেলায় ৮২ কোটি টাকা বিক্রি হয়। মহামারির কারণে ২০২১ সালে বইয়ের বিক্রি কমে মাত্র ৩ কোটি ১১ লাখ টাকার বই বিক্রি হয়।