সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকালে ভারত থেকে দেশে ফেরার পর ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, ‘প্রমাণ পাওয়া গেছে এবং কিছু ডিজিটাল তথ্য সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষ উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া দেহাংশগুলো এমপি আনারের। তবে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে।’
তিনি বলেন, ‘কলকাতায় আমাদের তদন্ত সফল হয়েছে কারণ সেখান থেকে আমরা তথ্য পেয়েছি।’
আরও পড়ুন: এমপি আনার হত্যা: যশোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা সাইফুল গ্রেপ্তার
দুই দেশের গোয়েন্দা তথ্যের সমন্বয় করে মামলার তদন্ত চলছে এবং এ কারণে ফলাফল ফলপ্রসূ হবে বলে দাবি করেন তিনি।
মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে আছেন উল্লেখ করে তিনি বলেন, এই মামলার আরেক আসামি এখন নেপালে, ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, ‘আমরা নেপালের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইন্টারপোলের মাধ্যমে শাহীনকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে আমাদের সাহায্য করার জন্য আমরা ভারতের কাছে অনুরোধ করেছি।’
শাহীনকে দেশে ফিরিয়ে আনা হলেই এমপি আনার হত্যার মোটিভ জানা যাবে বলে জানান হারুন।
এমপি আনার হত্যার রহস্য উদঘাটনে গত ২৬ মে ডিবি প্রধানের নেতৃত্বে একটি তিন সদস্যের একটি দল কলকাতায় যায়।
আরও পড়ুন: এমপি আনোয়ারুল হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি: ডিএমপি কমিশনার