ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম ওরফে আনার হত্যার ঘটনায় খাগড়াছড়ি জেলা থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে গোয়েন্দারা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজ ও ফয়সাল গাজীকে আটক করে।
আটকের পরপরই বিকালে হেলিকপ্টারযোগে তাদের ঢাকায় আনা হয়।
আরও পড়ুন: এমপি আনার হত্যা: আ. লীগ নেতা মিন্টু গ্রেপ্তারের পর কোনো চাপ আসেনি: ডিবি প্রধান
ডিবি প্রধান বলেন, সন্দেহভাজন ২ জন ২৩ দিন ধরে খাগড়াছড়ির পাহাড়ি এলাকার কালী মন্দিরে অবস্থান করছিলেন এবং সে সময় তারা তাদেরকে হিন্দু পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, তারা মন্দিরে আশ্রয় পাওয়ার জন্য হিন্দু নাম ধারণ করেছিল। তারা স্থানীয়দের বলতেন, কালী মাতার সঙ্গে থাকতে তারা পছন্দ করেন। তাই তারা মন্দির ছেড়ে কোথাও যান না।
আরও পড়ুন: এমপি আনার হত্যার বিষয়ে মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবিপ্রধান
এর আগে ফয়সাল ও মোস্তাফিজ খাগড়াছড়ি ও চট্টগ্রাম এলাকার পাহাড়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টারে অভিযান চালায় ডিবি পুলিশ।
তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত সূত্রে জানা গেছে, সন্দেহভাজনদের মধ্যে মোস্তাফিজুর ও ফয়সাল এমপি হত্যার আগে ২ মে কলকাতায় গিয়েছিলেন।
তারা ১৯ মে দেশে ফেরেন। পলাতক এই দুই সন্দেহভাজনকে মরিয়া হয়ে খুঁজছিলেন গোয়েন্দারা।
তাদের বাড়ি খুলনার ফুলতলায়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত শিমুল ভূঁইয়ার বাড়িও একই এলাকায়।
আরও পড়ুন: আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন সিয়াম-জিহাদকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ: ডিবিপ্রধান