ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার(১৩ জুন) বিকালে মিন্টু রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিবিপ্রধান।
তিনি বলেন, মিন্টুকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তিনি অর্থদাতা নাকি হত্যাকাণ্ডে উসকানিদাতা তা খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন সিয়াম-জিহাদকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ: ডিবিপ্রধান
হারুন বলেন, ‘খুনি শিমুল ভূঁইয়া ও গ্যাস বাবুর বক্তব্য থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। এর ভিত্তিতে মিন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। তাই আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। পরে আদালত মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
ডিবিপ্রধান আরও বলেন, মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তার প্রতিনিধি গ্যাস বাবু ঢাকায় আসার পর শিমুল ভূঁইয়ার সঙ্গে দেখা করেছিলেন। ‘হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা আমরা জানতে চাইব।’
গত ১১ জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: ডিএনএ নমুনা দিতে শিগগিরই ভারতে যেতে পারে আনার পরিবার: ডিবিপ্রধান
এমপি আনার গত ১১ মে চিকিৎসার জন্য কলকাতায় যান এবং গত ১৪ মে নিখোঁজ হন। এ ঘটনায় ২২ মে নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের অভিযোগের ভিত্তিতে শেরেবাংলানগর থানায় মামলা করা হয়।