দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্স ২০২১- ২০২২ সালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ফলাফল ঘোষণা করেন।
মোট ৭৯ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থীর (৫৫ দশমিক ১৩ শতাংশ) মধ্যে ৪৪ হাজার ৫০৪ জন (৫৬ হাজার ৯ শতাংশ) মেয়ে ও ৩৪ হাজার ৮৩৩ জন (৪৩ দশমিক ৯১ শতাংশ) ছেলে এই বছর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা আসনের সংখ্যার চেয়ে প্রায় সাতগুণ।
সারাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের চার হাজার ৩৫০ আসনসহ মোট ১০ হাজার ৮৩৯টি আসন রয়েছে এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে আসন হচ্ছে ছয় হাজার ৪৮৯।
আরও পড়ুন: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষা শুরু রবিবার
ফলাফল স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) সাইটে রয়েছে।
মোট এক লাখ ৩৯ হাজার ৭৪২ জন পরীক্ষার্থী এই বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন। ১ এপ্রিল ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সফল প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে প্রথমে সরকারি মেডিকেল কলেজে এবং তারপর বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।