ফেনীর পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও এসিড নিক্ষেপের অভিযোগে প্রবাসী স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত মো. তারেক (২৪) ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঁচ বছর আগে ভুক্তভোগী নারীর সাথে পারিবারিকভাবে পরশুরাম উপজেলার সাতকুচিয়া গ্রামের প্রবাসী তারেকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর মা ও ভাই-বোনরা মিলে যৌতুকের জন্য নানা নির্যাতন করতে থাকে তাকে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১: র্যাব
গত ৭ আগস্ট রাতে ওই নারীকে সাপে কাটে। সাপের বিষে আক্রান্ত হলে সাপুড়ে এনে পুনরায় সাপ দিয়ে নির্যাতন করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ পুনরায় সাপ দিয়ে নির্যাতন করায় তিনি বাকপ্রতিবন্ধী হয়ে যায়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত বৃহস্পতিবা ঢাকা থেকে ওই নারীকে বাবার বাড়ি নিয়ে যায়।
আরও পড়ুন: যশোরে গাঁজাসহ আটক ২ : র্যাব
ইতোমধ্যে নির্যাতনের অভিযোগে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। পরে অভিযুক্তের পক্ষ থেকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দেয়া হয়। থাকে। এরই জের ধরে গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীকে এসিড নিক্ষেপ করে। এতে তার হাত ও মুখমণ্ডল ঝলসে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে ফেনী জেলার ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই র্যাব-৭ অভিযানের মাধ্যমে দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. তারেককে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে ফুলগাজী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৮৮ কেজি গাঁজাসহ আটক ৩: র্যাব