আইসিটি, হাই-টেক পার্ক, জাহাজ নির্মাণ ও পর্যটনে বিনিয়োগ করতে ওমানকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ এবং দেশটিকে এক্সক্লোসিভ ইকোনিমক জোনে (ইইজেড) জমি দেয়ারও প্রস্তাব করেছে।
এদিকে ওমানও জানিয়েছে বিনিয়োগের সুযোগ যাচাই করতে দেশটির একটি বিনিয়োগ দল বাংলাদেশ সফর করবে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিতীয় দ্বিপক্ষীয় আলোচনায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: ৫ জুন থেকে ওমানে ফ্লাইট শুরু ইউএস-বাংলার
বাংলাদেশ ও ওমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যথাক্রমে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং কূটনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলহার্থী।