কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে এক শিক্ষাথী পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে সমুদ্র সৈকতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত পর্যটক যাত্রাবাড়ির সায়েদাবাদ এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে।
সায়েদাবাদ থেকে বেড়াতে আসা গ্রুপের সদস্য সুমন জানান, ঈদের ছুটিতে ৫০ জনের একটি গ্রুপ শনিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসে। দুপুরে তাদের মধ্যে সা’দ সহ ৬ বন্ধু সৈকতে গোসলে নামলে বাকি বন্ধুদের চোখের আড়ালে সা’দ পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: কক্সবাজারে ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার হলো ১৯ জেলে
লাইফ গার্ডের সদস্য ওসমান গনি জানান, লাইফ গার্ডের তৎপরতায় খোঁজাখুঁজির পর সুগন্ধা পয়েন্টে সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে লাবণী পয়েন্টে উদ্ধার করা হয়।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এস আই সৈয়দ বিল্লাহ বলেন, দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে বন্ধুদের সঙ্গে সা’দ গোসল করতে নামেন। বন্ধুরা সমুদ্র থেকে উঠে আসলেও সা’দ কে না পেয়ে তাদের জানান।
আরও পড়ুন: কক্সবাজারে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিহত ১, উদ্ধার ১৩
কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে পানিতে ভাসমান অবস্থাতে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লাইফগার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. শাহজাহান সা’দকে মৃত ঘোষণা করেন।
তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার