সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে কন্টেইনারের ক্ষয়-ক্ষতির প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাস্টুরেরস অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ)।
বিজিএমইএ এর চট্টগ্রামের সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, ‘এ বিষয়ে তথ্য চেয়ে বিজিএমইএ একটি সার্কুলার প্রদান করেছে। সব তথ্য পাওয়ার পর ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে।’
তিনি গতকাল রাতে ইউএনবিকে বলেন, বিএমের ডিপোতে রপ্তানি বোঝাই কন্টেইনারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতগুলো কন্টেইনারে পুড়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯
তিনি বলেন, আগুন এখনও অব্যাহত রয়েছে। তাই তারা সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্থ কন্টেইনারের সঠিক সংখ্যা অনুমান করতে পারছেন না। এতে এক সপ্তাহ সময় লাগতে পারে।
স্থানীয় সূত্র জানায়, রপ্তানি পণ্য বোঝাই (আরএমজি পণ্য ও হিমায়িত খাবার) কন্টেইনারের প্রায় ৮০০ টিইইউ (২০ ফুট সমতুল্য ইউনিট) এবং আমদানি করা পণ্য বোঝাই ৫০০টি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় তিন হাজার খালি কন্টেইনার ডিপোতে রয়েছে।