অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ঝিনাইদহের ৯ পরিবার
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপনের পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের।
সোমবার (১৮ মার্চ) রাতে উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, আসবাবপত্র, কাপড়সহ মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাতে ওই গ্রামের কৃষক ইবাদতের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর মুহুর্তেই তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান ভস্মীভূত, আহত ২০
৬ দিন আগে
চাঁদপুরে মার্কেটে অগ্নিকাণ্ড: ২৫ দোকান ভস্মীভূত, আহত ২০
চাঁদপুরের হাইমচর উপজেলার ভিংগুলিয়া এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভানোর চেষ্টায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে ভিংগুলিয়া এলাকায় কে ভি এন হাই স্কুলের সামনের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। এত সময় মুদি দোকান, রেস্তোরাঁ, সেলুন ও কাঠের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওমর ফারুক ইউএনবিকে বলেন, ‘দোকানে রোজা ও ঈদকে সামনে রেখে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। টাকা পয়সাও ছিলো। আগুনে সবই শেষ। অন্য ব্যবসায়ীদেরও একই অবস্থা।’
তিনি বলেন, ‘মার্কেটের দোকানগুলো টিনশেডের তৈরি, তাই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।’
এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।
আরও পড়ুন: মতলব বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত, আহত ১৫
হাইমচর ফায়ার স্টেশন অফিসার রতন শেখের নেতৃত্বে হাইমচর ফায়ার স্টেশনের ফাইটাররা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
রতন শেখ ইউএনবিকে বলেন, ‘আগুনের সুত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। তবে ফারুকসহ অন্য ব্যবসায়ীদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
২০ দিন আগে
মতলব বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত, আহত ১৫
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন নেভাতে গিয়ে বিভিন্ন দোকানের ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাজারের পূর্ব দিকে অবস্থিত মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার ফাইটার ও ব্যবসায়ীদের। এরপর অল্প সময়ের মধ্যে তা দোকান থেকে দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয় মসজিদের মাইক থেকে বাজারে আগুন লাগার কথা ঘোষণা করা হলে বাজারের ব্যবসায়ীসহ উপস্থিত লোকজন আগুন নেভাতে ছুটে যান।
এরপর খবর পেয়ে চাঁদপুরের সহকারী উপপরিচালক সৈয়দ মোরশেদ হোসেনের নেতৃত্বে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি দল অগ্নিনির্বাপণে যোগ দেয়। এ সময় ফায়ার সার্ভিসের একটি পাম্প হঠাৎ বিকল হয়ে যাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়ে। এতে করে তা নিয়ন্ত্রণে আনতেও ফায়ার ফাইটারদের যথেষ্ট বেগ পেতে হয়।
এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দলটি। এ সময় বিভিন্ন দোকানের ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন, অধিকাংশ দোকান ভস্মীভূত
বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাজারের মাহিন মাইক সার্ভিস ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তারপর আগুন পাশের হরিজন পল্লীতে ছড়িয়ে পড়ে।
মাহিন মাইক সার্ভিসের মালিক মেহেদি জানান, তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তার স্ত্রী আগুনের ভয়াবহতা দেখে অজ্ঞান হয়ে পড়েন বলে জানান তিনি।
আগুনে একটি মাইকের দোকান, তিনটি মুদি দোকান, তিনটি কাপড়ের দোকান, দুটি হার্ডওয়ারের দোকান এবং আশপাশের আরও ৬টি দোকান ও বসতঘরও পুড়ে গেছে। এ দুর্ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন ইউএনবিকে বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আমরা কাজ করছি। তদন্ত করে পরে জানানো হবে।’
২৫ দিন আগে
মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে আগুন, অধিকাংশ দোকান ভস্মীভূত
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ওই বাজারের অধিকাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে বেগম রোকেয়া সরণির ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ‘খবর পেয়ে প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি এবং এরপর আরও একটি ইউনিট যোগ দেয়। মোট ৮টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয় বলে জানান তিনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি।
মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ জানান, ‘মাঝরাতে ঘর ধোঁয়ায় ভরে গেলে আমাদের সবার ঘুম ভেঙে যায়। পরে বের হয়ে দেখি মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলছে।’
আগুনে একটি ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
২৫ দিন আগে
বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১২টা ৫২ মিনিটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর খিলগাঁওয়ে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
এফএসসিডির মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার জানান, রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত পৌনে ২টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: দুই ঘণ্টার চেষ্টায় খিলগাঁওয়ের আগুন নিয়ন্ত্রণে
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় প্রায় বস্তির ২৬টি ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।
৩১ দিন আগে
রাজধানীর খিলগাঁওয়ে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর খিলগাঁও এলাকার তালতলা চৌরাস্তার পাশে গ্যারেজ পট্টিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। এছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, খিলগাঁও থানার পেছনই এই গ্যারেজ পট্টি। সেখানে পাশাপাশি অনেকগুলো গাড়ির গ্যারেজ রয়েছে।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
৩১ দিন আগে
আশুলিয়ায় গ্যাস থেকে অগ্নিকাণ্ডে ৪ শিশুসহ দগ্ধ ১১
সাভার আশুলিয়ায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৪টি শিশু রয়েছে। এরা হলো— মোছা. সুরাহা (৩), সোয়ায়েদ (৪), মাহাদী (৭) ও ছামিন মাহমুদ (১৫)।
অন্য দগ্ধরা হলেন— মোছা. সূর্য বানু, মোছা. জহুরা বেগম, মো. মনির হোসেন, সোহেল, সুমন মিয়া, শিউলি আক্তার ও শারমিন।
স্থানীয়রা জানান, দুইতলা বাড়ির উপরের তলায় সুমন দুই সন্তন নিয়ে বসবাস করতেন। শবে বরাত উপলক্ষে রাতে যখন সবাই রান্নার কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় সুমনের ছেলে ছামিন কম্পিউটার চালু করেতে যায়। কম্পিউটার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় শিশু ও নারীসহ মোট ১১ জন অগ্নিদগ্ধ হয়। ঘটনার প্রায় আধঘণ্টা পর স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
আরও পড়ুন: সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ মর্মে একটি প্রতিবেদন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার বরাবর দাখিল করেছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘রান্না ঘরের গ্যাস সিলিন্ডার আগে থেকেই লিক ছিল। তাই কম্পিউটার চালুর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’
৩৭ দিন আগে
রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, আশপাশে ছড়িয়েছে আতঙ্ক
রাজধানীর ইসলামবাগ এলাকার একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ৮টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া সেল পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করে ভবনের মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় পুরো ভবন ঘিরে ফেলা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে তালাবদ্ধ ঘর আগুনে পুড়ে শিশুর মৃত্যু
তারা আরও জানান, আগুন লাগার পর আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে এ সময় নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসও এখনও কিছু জানতে পারেনি বলে জানান আনোয়ারুল ইসলাম।
৩৮ দিন আগে
সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড
সাভার কর্ণপাড়ার টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এইচ আর টেক্সটাইল মিলস কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শরীয়তপুরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ড
তবে শিল্প পুলিশ জানায়, টেক্সটাইল কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার এ জি এম কমপ্লায়েন্স মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’
৪৩ দিন আগে
শরীয়তপুরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ড
শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা বিক্ষোভ মিছিলও বের করেন।
তারা আরও জানান, দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভোর ৫টার দিকে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি
৬৪ দিন আগে