অগ্নিকাণ্ড
আশুলিয়ায় গ্যাস থেকে অগ্নিকাণ্ডে ৪ শিশুসহ দগ্ধ ১১
সাভার আশুলিয়ায় আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে ৪টি শিশু রয়েছে। এরা হলো— মোছা. সুরাহা (৩), সোয়ায়েদ (৪), মাহাদী (৭) ও ছামিন মাহমুদ (১৫)।
অন্য দগ্ধরা হলেন— মোছা. সূর্য বানু, মোছা. জহুরা বেগম, মো. মনির হোসেন, সোহেল, সুমন মিয়া, শিউলি আক্তার ও শারমিন।
স্থানীয়রা জানান, দুইতলা বাড়ির উপরের তলায় সুমন দুই সন্তন নিয়ে বসবাস করতেন। শবে বরাত উপলক্ষে রাতে যখন সবাই রান্নার কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় সুমনের ছেলে ছামিন কম্পিউটার চালু করেতে যায়। কম্পিউটার চালু করার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় শিশু ও নারীসহ মোট ১১ জন অগ্নিদগ্ধ হয়। ঘটনার প্রায় আধঘণ্টা পর স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
আরও পড়ুন: সাভারে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ হয়ে নিহত ৪
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ মর্মে একটি প্রতিবেদন জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার বরাবর দাখিল করেছেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘রান্না ঘরের গ্যাস সিলিন্ডার আগে থেকেই লিক ছিল। তাই কম্পিউটার চালুর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।’
৩ দিন আগে
রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, আশপাশে ছড়িয়েছে আতঙ্ক
রাজধানীর ইসলামবাগ এলাকার একটি ভবনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণে আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ৮টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া সেল পরিদর্শক আনোয়ারুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ করে ভবনের মধ্যে আগুনের সূত্রপাত ঘটে। তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় পুরো ভবন ঘিরে ফেলা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে তালাবদ্ধ ঘর আগুনে পুড়ে শিশুর মৃত্যু
তারা আরও জানান, আগুন লাগার পর আশপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে এ সময় নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ফায়ার সার্ভিসও এখনও কিছু জানতে পারেনি বলে জানান আনোয়ারুল ইসলাম।
৩ দিন আগে
সাভারে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড
সাভার কর্ণপাড়ার টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এইচ আর টেক্সটাইল মিলস কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: শরীয়তপুরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ড
তবে শিল্প পুলিশ জানায়, টেক্সটাইল কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার এ জি এম কমপ্লায়েন্স মনিরুল ইসলাম বলেন, ‘বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।’
১ সপ্তাহ আগে
শরীয়তপুরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ড
শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঘটনাটি ঘটে।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ সময় তারা বিক্ষোভ মিছিলও বের করেন।
তারা আরও জানান, দিবাগত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভোর ৫টার দিকে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ড: প্রাথমিক তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি
৪ সপ্তাহ আগে
দাবানল কী ও কেন হয়? পৃথিবীর ইতিহাসে ভয়ানক কয়েকটি দাবানল
লস অ্যাঞ্জেলেসের চলমান দাবানল দুর্যোগের বিধ্বংসী প্রভাব নিয়ে শঙ্কিত করে তুলেছে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকে। গত ৭ জানুয়ারি থেকে প্যালিসেডে শুরু হওয়া এই অগ্নিকাণ্ড বনাঞ্চল ছাড়িয়ে আশপাশের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। উষ্ণ সান্তা আনা বাতাসের প্রভাবে দীর্ঘদিনের উত্তপ্ত অবস্থা থেকে উৎপত্তি এই দাবানলের। উত্তর আমেরিকার গ্রেট বেসিন নামক বিস্তৃত মরু অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসে এই গরম বাতাস। এখন পর্যন্ত দাবানলে ২৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। দাবানল কি শুধুই প্রাকৃতিক বিপর্যয়? দাবানল সৃষ্টির নেপথ্যের কারণ খুঁজে দেখার পাশাপাশি চলুন, ইতিহাসের সর্বাধিক প্রাণহানী ঘটানো দাবানলগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক।
দাবানল কি এবং কেন হয়
শুষ্ক বনাঞ্চলে মাত্রাতিরিক্ত উত্তাপের রেশ ধরে সৃষ্ট আগুন গোটা বন জুড়ে ছড়িয়ে পড়ার ঘটনা দাবানল হিসেবে পরিচিত। বনের ভেতরে ঘন ঝোপঝাড় এবং পরস্পর সংস্পর্শে থাকা গাছপালা স্বতঃস্ফূর্ত দহনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। এমতাবস্থায় ছোট একটি অগ্নিস্ফুলিঙ্গই যথেষ্ট পুরো বনভূমিকে অঙ্গারে পরিণত করার জন্য। এই অগ্নিস্ফুলিঙ্গের নেপথ্যে প্রাকৃতিক ও মনুষ্য ঘটিত উভয় কারণই থাকতে পারে।
অধিকাংশ ক্ষেত্রে স্ফুলিঙ্গের সাধারণ প্রাকৃতিক কারণ থাকে বজ্রপাত। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে ক্যাম্প ফায়ার, সিগারেটের উচ্ছিষ্ট বা বৈদ্যুতিক যন্ত্রপাতি।
দাবানলের ব্যপ্তি কতটা জায়গা জুড়ে হবে তা স্থানটির ভৌগলিক অবস্থান ও আবহাওয়ার উপর নির্ভর করে। যেমন আশপাশের কোনো স্থান থেকে শুষ্ক ও উত্তপ্ত বাতাসের চাপ, জলবায়ু পরিবর্তন, ও দীর্ঘস্থায়ী খরা। এসব কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা বনসহ আশপাশের অঞ্চলগুলোকে অধিক শুষ্ক করে রাখে।
আরো পড়ুন: দাবানলে সৃষ্ট বায়ুদূষণে বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যু: গবেষণা
উষ্ণ বাতাসের স্থায়ীত্বের সঙ্গে আগুন জ্বলতে থাকার মাত্রা সমানুপাতিক হারে বাড়ে। তাছাড়া ছোট একটি জায়গায় আগুন লাগলে তার আশপাশের পরিবেশ এমনিতেই উত্তপ্ত হতে থাকে। এমন সময় সেখানে থাকা তাপ পরিবাহী বস্তুগুলো আবহাওয়া উষ্ণ রাখার মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। বাকি থাকে শুধু একটি সহায়ক মাধ্যম যার উপর দিয়ে আগুন নিমেষেই চারপাশে ছড়িয়ে পড়বে। এই অনর্থ সংঘটনের জন্য বন-জঙ্গল সব থেকে আদর্শ জায়গা। গায়ে গায়ে লেগে থাকা গাছপালা এখানে রীতিমত বৈদ্যুতিক তারের ভূমিকা পালন করে। একবার আগুন লেগে গেলে তা অনেক দূর পর্যন্ত নিমেষেই ছড়িয়ে পড়ে। চরম অবস্থায় এই আগুন আশপাশে থাকা গ্রাম বা শহরে প্রবেশ করে ব্যাপক ধ্বংসের কারণ হয়।
১ মাস আগে
হাজারীবাগের চামড়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত চামড়ার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের আড়াই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় এবং বিজিবি সদস্যদের সহযোগিতায় শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়াটি নিশ্চিত করে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, ১১ ইউনিটের চেষ্টায় ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের সঙ্গে বিজিবি ও সেনা সদস্যরাও কাজ করেছেন।
এদিন দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারের সাততলা একটি ভবনের পঞ্চম তলার একটি চামড়ার গুদামে আগুন লাগে। শুরুতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করলেও পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয় আরও ৫ ইউনিট। এর মাঝে ফায়ার ফাইটারদের সহযোগিতায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেন।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে এখনই কিছু নিশ্চিত করেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
আরও পড়ুন: হাজারীবাগে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট, বিজিবি মোতায়েন
১ মাস আগে
হাজারীবাগে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট, বিজিবি মোতায়েন
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত ট্যানারির গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। একইসঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বার্তায় বিজিবি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ (শুক্রবার) দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি চামড়ার গুদামে আগুন লাগে। ৭ তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি জানান, শুরুতে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যুক্ত বর্তমানে মোট ১১ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ২ ঘণ্টায় ১১টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
১ মাস আগে
হাজারীবাগে চামড়ার গুদামে আগুন
রাজধানীর হাজারীবাগ বাজারের একটি সাততলা ভবনে অবস্থিত ট্যানারির গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, আজ (শুক্রবার) দুপুর ২টা ১৪ মিনিটে হাজারীবাগ বাজারে একটি চামড়ার গুদামে আগুন লেগেছে। ৭ তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটেছে।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে।
তবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
১ মাস আগে
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক বাড়িঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের জি-ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে।
টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগলে মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এ সময় আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ বছর বয়সী এক শিশুর।’
আরও পড়ুন: সেন্টমার্টিনে আগুনে পুড়ে গেছে ৩ রিসোর্ট
এছাড়া মৃত শিশুর পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ কাউসার সিকদার বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রোহিঙ্গাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক বাড়িঘর। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় এপিবিএন পুলিশ।’
১ মাস আগে
অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে করণীয় সুপারিশ জমার দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণের সুপারিশ আগামী দশ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়। এ সময় তদন্ত কমিটির সদস্যদের এই সুপারিশ দিতে নির্দেশ দেন ড. ইউনূস।
প্রতিবেদন জমা দেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক মিডিয়া ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, ‘অগ্নিকাণ্ড প্রতিরোধে দীর্ঘমেয়াদে আমরা কী করতে পারি- সে বিষয়ে সুপারিশ চেয়েছেন প্রধান উপদেষ্টা। দশ দিনের মধ্যে আমরা প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরব।’
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন মনোযোগ দিয়ে শুনেছেন। তাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি সুপারিশ চেয়েছেন যাতে চূড়ান্ত প্রতিবেদনে সুপারিশগুলো থাকে। সচিবালয়ে এ ধরনের অগ্নিকাণ্ড যেন আর না ঘটে, তার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়ার সেগুলো যেন নেওয়া যায়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন যে তারা চূড়ান্ত প্রতিবেদনে সুপারিশসমূহ তুলে ধরবেন বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় হাইকমিশনে প্রধান উপদেষ্টা
গত ২৫ ডিসেম্বর সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে সরকার। আজ কমিটি তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়।
জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে জানান, বিদ্যুতের তারের লুজ কানেকশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
১ মাস আগে