নতুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা চলতি অর্থবছরের ন্যায় সাড়ে ৩ লাখ টাকা থাকলেও আগামী ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।
এবারই প্রথম তিন বছরের করনীতি ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাজেট বক্তব্যে তিনি বলেন, দেশের প্রত্যক্ষ কর ব্যবস্থাকে আধুনিক, ন্যায্য, করদাতাবান্ধব ও বিনিয়োগবান্ধব করার ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ আইন, ২০২৪ এর মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল।
এর ধারাবাহিকতায় অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের করহার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতারা ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই তিন করবর্ষের জন্য প্রযোজ্য করহার সম্পর্কে আগাম ধারণা পাবেন। তবে প্রস্তাবিত ও পরবর্তী ২ বছরের কর হার পরবর্তী সরকার পরিবর্তন করতে পারবেন।
আরও পড়ুন: নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার তহবিল, গৃহিনীরা পাবেন স্বীকৃতি
২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে।