রাজধানীর বাসিন্দাদের করোনভাইরাস বা কোভিড-১৯ থেকে বাঁচাতে জীবাণুনাশক ছিটানোর বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বুধবার থেকে ঢাকা মহানগর অঞ্চলের আট অপরাধ বিভাগে আটটি জলকামান দিয়ে প্রতিদিন দুবার জীবাণুনাশক ছিটানো হবে।
ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের নির্দেশ অনুসারে প্রথমে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং পরে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ছিটানো হবে। পরবতী নির্দেশনা না দেয়া অবধি তা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।