কর্ণফুলী টানেল প্রকল্প দেশে কোভিড-১৯ এর বিরূপ প্রভাব সত্ত্বেও টানেলের বাম সারির কাজ সম্পন্ন করার মাধ্যমে ‘যুগান্তকারী’ সাফল্য অর্জন করেছে।
চট্টগ্রামে এ প্রকল্পের কাজ করছে চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।
শিল্ড সেকশনের দুই-টিউব এবং চার-লেন বিশিষ্ট নকশার এ কর্ণফুলী টানেল চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর অপর পাড়ের সাথে যুক্ত করবে।
এ মাল্টি-লেন রোড টানেল প্রকল্পটি দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে স্থাপিত টানেল এবং চীনা কোম্পানির তৈরি প্রথম বড়-ব্যাস বিশিষ্ট নদীগর্ভস্থ টিবিএম টানেল।
প্রকল্পটি সম্পন্ন হলে চট্টগ্রাম শহরের যানচলাচল ব্যবস্থার ব্যাপক উন্নতির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।
এটি এশিয়ার মহাসড়ক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশ এবং তার প্রতিবেশী দেশগুলোর সাথে সংযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।