রোগীর মৃত্যুর ঘটনার তদন্ত সম্পন্ন হওয়ার আগেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বহির্বিভাগের সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা।
একই সঙ্গে কর্মবিরতি রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে ইন্টার্ণ চিকিৎসকরাও।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালের বহির্বিভাগের গেটে তালা দিয়ে সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পরেন হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
আরও পড়ুন: পাঁচ দফা দাবিতে খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিভিন্ন সময়ে রোগী মৃত্যুর ঘটনায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার মোতায়েন করতে হবে। পাশাপাশি গত ১৪ এপ্রিল হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার আগেই মিথ্যা অভিযোগে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে স্বাস্থ্য বিভাগকে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা। তাদের এসব দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।
এসময়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেন তারা। তবে হাসপাতালের জরুরি সকল সেবা চালু থাকবে বলে জানান তারা।