বরগুনার কলেজছাত্র অনিক হত্যাকাণ্ডের ছয় বছর পর গ্রেপ্তার হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিন গাজী। শুক্রবার (২৩ মে) রাতে তালতলী উপজেলার ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সালাউদ্দিন গাজী বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে। ২০১৯ সালের ৭ আগস্ট অনিক হত্যা মামলায় তার বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার আগেই তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানেই আত্মগোপনে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বরগুনা শহরের শহীদ স্মৃতি সড়কে চেতনানাশক মিশ্রিত কোমল পানীয় খাইয়ে অনিককে অচেতন করে ডিশ লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ গুম করা হয়। ঘটনার ১৮ দিন পর সাব-রেজিস্ট্রার অফিসের পুরাতন ভবনের পাশের একটি সেপটিক ট্যাংক থেকে অনিকের লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ, অর্থ আত্মসাত ও ভিডিও ফাঁসের অভিযোগ
এ বিষয়ে অনিকের বাবা সুবল চন্দ্র রায় বলেন, ‘আমার ছেলে হত্যার পর বহু বছর অপেক্ষা করেছি। আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। শান্তি পাব তখনই, যখন মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর হবে।’
স্থানীয়দের মতে, অনিক হত্যার মতো নৃশংস ঘটনার বিচার সম্পূর্ণরূপে কার্যকর হলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি উদাহরণ হয়ে থাকবে।’
শনিবার (২৪ মে) দুপুরে বরগুনা সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, ‘দীর্ঘ ছয় বছর পলাতক থাকা সালাউদ্দিন সম্প্রতি দেশে ফিরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তাকে ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে আদালতে পাঠানো হবে।’