রাজধানীর কামরাঙ্গীরচর থানার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে আলী হোসেন (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নুরবাগ পুরাতন ফাড়িগলি এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. সাকিব জানান, আমার বাবা পেশায় একজন নির্মাণশ্রমিক। দুপুরের দিকে কামরাঙ্গীরচরের নুরবাগ পুরাতন ফাড়ি গলি এলাকা নির্মাণাধীন একটি ভবনে দোতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচেয় পড়ে যায়। পরে খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার বাবা আর বেঁচে নেই।
তিনি আরও জানান, আমাদের বাড়ি চাঁদপুর জেলায়। বর্তমানে আমরা কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।