রাজধানীর কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের কালকিনি এলাকা থেকে তাদের গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতার হওয়া আসামিরা হলেন—আবু তালেব মেম্বার (৩৭) ও মো. পলাশ খাঁ (৩৩)।
মঙ্গলবার (১ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন লালবাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন।
থানা সূত্রে জানা গেছে, ২৩ জুন রাত ১২টা ৫ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে কামরাঙ্গীরচরের ৫৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে সড়কে রকিকে কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত।
আরও পড়ুন: প্রাইম এশিয়ার ছাত্র পারভেজ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পরিকল্পিত এই হামলায় অংশ নেয় গ্রেফতার হওয়া দুই আসামিসহ পলাতক আবু বক্কর, দুলাল মিয়া ও আরও দু-তিনজন অজ্ঞাত ব্যক্তি। স্থানীয়দের সহায়তায় রকিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রকির মা রাজিয়া বেগম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নেমে আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামিরা জানিয়েছে, ২২ জুন বিকেলে এক রিকশাচালকের কাছ থেকে টাকা নেয় তালেব মেম্বার ও শাওন। এ ঘটনায় রকি প্রতিবাদ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি ও গালাগাল হয়। এর জের ধরেই রকিকে হত্যা করা হয় বলে তারা স্বীকার করেছে।