কারওয়ান বাজারে অভিযানকালে প্রায় তিন শতাধিক অস্থায়ী দোকান, শেড, ফুটপাতের ওপর নির্মিত স্থাপনা এবং খিলক্ষেতে ছয় শতাধিক অস্থায়ী স্থাপনা ফুটপাত ও সড়ক থেকে উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম এবং সাজিদ আনোয়ার কারওয়ান বাজারের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অন্যদিকে খিলক্ষেতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ মিয়া এবং জুলকার নাইন।
কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, রাজধানীর ফুটপাত ও রাস্তা দখল করার কারণে জনগণ অনেক কষ্ট করেন, দুর্ভোগ পোহান। ‘আমরা ফুটপাত ও সড়কের ওপর কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখতে দেব না।’
মেয়র আরও বলেন, ফুটপাত ও সড়ক দখল করে জনগণকে দুর্ভোগে রেখে কোনো ধরনের বাণিজ্য করতে দেয়া হবে না।
কারওয়ান বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলে তিনি জানান।
আতিকুল ইসলাম বলেন, পুনরুদ্ধারকৃত ফুটপাত ও সড়ক দখল হওয়া থেকে রক্ষা করতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।