যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ত্রুটিমুক্ত করার পর ট্রেন চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সার্ভিস বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেন। দ্রুতই ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আশ্বস্ত করে ত্রুটির তদন্ত চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: শনিবার থেকে ব্যস্ত সময়ে ৮ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল
আকস্মিক ট্রেন চলাচলে বিঘ্নতা নিয়মিত যাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি করে। তাদের অনেকেই এই ধরণের বিঘ্নের পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্টেশনে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে থাকা মেট্রোরেলের নিয়মিত যাত্রী হাছান মাহমুদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে ঘন ঘন সার্ভিস বন্ধ থাকায় সৃষ্ট অসুবিধার কথা জানান।
২০২২ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে ঢাকার মেট্রোরেল, প্রাথমিকভাবে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে চলাচল করে এবং পরে ২০২৩ সালের নভেম্বরে মতিঝিল পর্যন্ত তা চালু করা হয়। ভবিষ্যতে এ জাতীয় ঝামেলা এড়াতে নির্ভরযোগ্যতা এবং দক্ষতা বাড়াতে আহ্বান জানিয়েছেন যাত্রীরা।
আরও পড়ুন: মেট্রোরেল এলাকায় ঘুড়ি ওড়ানোর বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার ২