কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধানের বস্তা থেকে ২৯৪টি ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ নাদিম (৩০) ভূরুঙ্গামারী পশ্চিম ভোটহাট এলাকার বাসিন্দা।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার দুপুরের দিকে খামার পত্র নাবিস ঘাটের পাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি অটোগাড়িতে ৩টি ধানের বস্তার মধ্যে ৯টি ছোট ছোট বস্তায় ২৯৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ওই মাদক কারবারিকেও গ্রেপ্তার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেনসিডিল পরিবহনের চেষ্টা করেছিলেন।