নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আসহাদুল হক ইপু (৪০) ও তার শিশু ছেলে সোহান (৭)। এ ঘটনায় আহত হয়েছেন ইপুর স্ত্রী রেশমা আক্তার (৩০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার রুহিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ যুবায়ের।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি যুবায়ের জানান, দুপুরে ইপু তার স্ত্রী, সন্তান নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইপু ও সোহানকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা রয়েছে জানিয়ে ওসি বলেন, আহত রেশমা আক্তারকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।