মনোনয়নপত্র কেনার দুই দিন বাকি থাকতেই ১২ জুন অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে এ পর্যন্ত মেয়র পদে সাতজন সহ ২২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাগজপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ধার্য করা হয়েছে ১৬ মে। জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বিতরণ করা হবে ২৬ মে।
কাউন্সিলর পদে এখন পর্যন্ত আটজন এবং সংরক্ষিত পদে দুইজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ পর্যন্ত মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন- জাতীয় পার্টি থেকে মো. শফিকুল ইসলাম মধু, মো. আব্দুল্লাহ চৌধুরী আগুয়ান-৭১, আওয়ামী লীগের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আব্দুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী আব্দুল গাফফার বিশ্বাস। এছাড়াও রয়েছেন সাবেক সংসদ সদস্য এস এম শফিকুর রহমান, প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম।
রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, শুক্রবার পর্যন্ত মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আরও পড়ুন: কেসিসির লাইসেন্স শাখায় দুদকের অভিযান, ধরা পড়লো অনিয়ম
তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রচারমূলক সামগ্রী অপসারণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু না হলেও ভোটারদের আকৃষ্ট করতে একাধিক ব্যানারে প্রার্থী ও তাদের সমর্থকরা মাঠে নেমেছেন।
কেসিসি নির্বাচনের মাঠে নেতাকর্মীরা উদাসীন মনে হলেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ উন্নয়নের ধারাবাহিকতা ও অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য দলকে ভোট দেওয়ার অনেক অঙ্গীকার নিয়ে সক্রিয় রয়েছে।
১২ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩১টি ওয়ার্ডের মোট ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: ৫ মাস বেতন বন্ধের প্রতিবাদে কেসিসির পরিচ্ছন্ন কর্মীদের বিক্ষোভ