রাজধানীর বাড্ডায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থী নিহত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বাড্ডার এএমজেড হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরমান জানিয়েছেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এছাড়া সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি ও কানাডিয়ান ইউনিভার্সিটির দুই শতাধিক শিক্ষার্থী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন।
মাথায় গুরুতর আঘাত পাওয়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ডা. আরমান। এছাড়া পাঁচজন এখনও তাদের হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ, পুলিশ বক্সে আগুন
কোটা সংস্কারে নীতিগতভাবে একমত, আলোচনায় বসতে চায় সরকার: আইনমন্ত্রী