কোটাবিরোধী আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লার কোটবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এক পর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও ফুটেজ ইউএনবির হাতে এসেছে। এতে দেখা যায়, পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বাড্ডায় সংঘর্ষে ১ শিক্ষার্থী নিহত, আহত ২ শতাধিক
এর আগে, কুবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে ব্যারিকেড দেয়।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাকিব জানান, পুলিশের ছোড়া গুলিতে অন্তত ১০০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।