ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বৃহস্পতিবার শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলনকারীরা শুক্রবার সারা দেশে ক্যাম্পাসে সমাবেশের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহবাগ মোড়ে ৪ ঘণ্টা ধরে চলা অবরোধ শেষে কোটা আন্দোলনের একজন মুখপাত্র নাহিদ ইসলাম এ পরিকল্পনা ঘোষণা করেন।
এর আগে ‘পুলিশ ও ছাত্রলীগের বাধাকে’ উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) এর অধিভুক্ত ৭ কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন।
বিকাল সাড়ে ৪টার মধ্যে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে বড় জমায়েতে যোগ দেন। শাহবাগে পৌঁছে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে এগিয়ে যান।
আরও পড়ুন: কোটা সংস্কার: রায়ের কার্যকরী অংশ প্রকাশ