ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ড থেকে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করেছে।
মঙ্গলবার (১৮ জুন) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬২ নম্বর ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণের মাধ্যমে শতভাগ বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে।
রাত ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি স্থায়ী ও মেকশিফ পশুর হাটের মধ্যে ৬টি থেকেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন: বর্জ্য অপসারণে ডিএসসিসির সক্ষমতা বেড়েছে: মেয়র তাপস
এদিকে ঘোষিত ছয় ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ।
মেয়র আতিকুল ইসলাম বলেন, সবার সহযোগিতায় ঘোষিত ৬ ঘণ্টার মধ্যে আমরা ঢাকা উত্তর সিটির কোরবানির পশুর বর্জ্য পুরোপুরি অপসারণ করতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণে সক্ষম হব: ডিএসসিসি মেয়র