খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খান বাহাদুর আহ্ছানউল্লাহ হলে অভিযান চালিয়ে মদের বোতল,গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে হলের প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালক। সম্প্রতি হলটির নিচ ও চতুর্থ তলার দু’টি কক্ষ থেকে এই সব উদ্ধার করা হয়।
আরও পড়ুন: র্যাগিংয়ের দায়ে খুবির ৫ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে কয়েকজন শিক্ষার্থী মাদকের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ আসছিল। বৃহস্পতিবার খান বাহাদুর আহ্ছানউল্লাহ হলের প্রভোস্ট ও ছাত্র কল্যাণ পরিচালকসহ কয়েকজন অভিযান চালান। এ সময় তারা হলের নিচতলার ১০২ নম্বর কক্ষ এবং চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষ থেকে বেশ কিছু মদের বোতল, পাইপ, গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। প্রাথমিকভাবে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের এবং এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে।
আরও পড়ুন: খুবিতে স্থাপিত হচ্ছে বৃহত্তর সৌরবিদ্যুৎ প্যানেল
তবে বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি শুরু হওয়ার কারণে এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেনি।
খান বাহাদুর আহ্ছানউল্লাহ হলের প্রভোস্ট ড. মো. ইকবাল আহমেদ বলেন, রুটিন ওয়ার্কের পাশাপাশি তথ্যের ভিত্তিতেও আমরা বিভিন্ন কক্ষ তল্লাশি করি। মাদকসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পূজার ছুটি শেষ হলে আমরা তদন্ত কমিটি গঠন করবো। প্রাথমিকভাবে সিট বাতিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে নেয়া হয়নি।
আরও পড়ুন: খুবিতে ক্লাস শুরু, ক্যাম্পাসে ফিরেছে প্রাণ
এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, হলের দু’টি কক্ষ থেকে এগুলো উদ্ধার হয়েছে। দুই শিক্ষার্থীর কোনো সম্পৃক্ততা আছে কিনা আমরা যাচাই করবো। তদন্ত পূর্বক হল প্রভোস্ট শিক্ষার্থীদের সিট বাতিল করার নিয়ম রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিভাবককে অবহিত, জরিমানাসহ যে ব্যবস্থা আছে সেগুলো নেয়া হবে।