বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদের সই করা এক আদেশে এই অনুমতি দেওয়া হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
শাহেন শাহ্ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।
তারা সবাই আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে কর্মরত ছিলেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের অভ্যুত্থানের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় এ পর্যন্ত ৩০ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে মন্ত্রণালয়।