এ বছর কুরবানির গরুর দাম আগের বছরের চেয়ে তুলনামূলক কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলীতে কুরবানির পশুর হাট পরিদর্শনে শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
তিনি বলেন, ‘এবার কুরবানির পশুর সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে। ফলে গরু কেনায় সাধারণ মানুষকে তেমন কোনো সমস্যায় পড়তে হবে না।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গাবতলী হাটে গরুর দাম তুলনামূলকভাবে সহনীয়, এবং এতে ক্রেতারা উপকৃত হচ্ছেন। আমার মনে হয়েছে, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম।’
বড় গরুর প্রতি মানুষের আগ্রহ কম কেন—এমন প্রশ্নে তিনি বলেন,‘আগে মানুষের পকেটভর্তি কালো টাকা ছিল। এখন দুর্নীতি কমে যাওয়ায় সে রকম টাকা নেই। তবে এখনও অনেক সৎ মানুষ আছেন, যারা বড় গরু কিনতে পারেন ও কিনছেন।’
পশুর হাটে নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।’
আরও পড়ুন: ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী ও ভাড়া নিলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সময় বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
উপদেষ্টা জানান, অনেক মানুষই ঢাকা ছেড়ে যাবেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢাকায় থাকবেন এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। ঢাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে, গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, টিকিটের অতিরিক্ত মূল্য বা কৃত্রিম সংকট নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
যানজট প্রসঙ্গে উপদেষ্টা জানান, বৃষ্টিতে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে বিশেষ করে মহাসড়কে যানজট এড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।