গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বেতন বাড়ানোর দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে কোনাবাড়ী এলাকার তুষকা গার্মেন্টস কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।
পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এক পাশে অবস্থান নিলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
শ্রমিকরা তাদের বেতন ন্যূনতম ২৩ হাজার টাকা করার দাবিতে এই আন্দোলন করছেন।
আরও পড়ুন: গাজীপুরে তৃতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, তেলিচালা এলাকায় শ্রমিকরা বেতন বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করে আসছেন। শুক্রবার ছুটির দিনে তাদের কর্মসূচি বন্ধ ছিল। আজ শনিবার আবারও আন্দোলনে নামেন শ্রমিকরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, যানবাহন কম থাকলেও আন্দোলনরত শ্রমিকরা মহাসড়কে অবস্থানের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল।
শ্রমিকদের বুঝিয়ে দুপুরে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।
আরও পড়ুন:গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ