গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পাঁচ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, ১ ঘণ্টার বেশি সময় পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২ আগস্ট) বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে আগুন না থাকলেও ধোঁয়া দৃশ্যমান রয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে আগুন লাগে বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জাশিম।
পড়ুন: বান্দরবানে অপহরণের দুই দিন পর শিশুকে উদ্ধার
তিনি জানান, মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং তাদের ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে দ্রুতই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন তিনি।