সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকাল থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা বাধ্যতামূলক ড্রাইভিং পরীক্ষা ছাড়া বাকি পুরো প্রক্রিয়া ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন।
মঙ্গলবার জাতীয় সড়ক নিরাপত্তা পরিষদের (এনআরএসসি) ২৯তম বৈঠকে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তবে আবেদনকারীদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে বায়োমেট্রিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে ।’
তিনি বলেন, বিশ্বব্যাংক কর্তৃক প্রস্তাবিত সড়ক নিরাপত্তা কর্মসূচির অধীনে একটি প্রথম স্তরের পাইলট প্রকল্প। যার মধ্যে সংশ্লিষ্ট চার দশমিক ৮০ কোটি টাকা নেয়া হয়েছে এবং ইতোমধ্যে প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রফর্মা (ডিপিপি) সংশোধন করা হয়েছে। যা শিগগিরই পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের উদ্দেশ্য হলো সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমানো, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জড়িত সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা।
প্রকল্পের বাস্তবায়নের সময়কাল ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।