ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট ঝড়ের সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শওকত হোসেন মোড়ল (৬৫) নামে একজনের মৃত্যু হয়।
শওকত হোসেন উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের বাসিন্দা।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শওকত তার বাইসাইকেলে করে আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় পা পিছলে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।
চেয়ারম্যান জানান, শওকতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রবিবার বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার এক ঘণ্টা পর শরীফ নামে ২৪ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত শরীফ তার বোন ও ফুফুর সঙ্গে আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন।