ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কর্মদিবসে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি নগরবাসীর দৈনন্দিন জীবন ও কাজে অচলাবস্থার সৃষ্টি করেছে।
সোমবার (২৭ মে) বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
টানা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে উত্তরা ও বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর কাকলী, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, রামপুরা, বাড্ডা, শ্যামলী, মানিক মিয়া এভিনিউ ও মৌচাকসহ বিভিন্ন এলাকা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ৬ জেলায় ১০ জনের মৃত্যু: ত্রাণ প্রতিমন্ত্রী
এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
গাবতলী থেকে মিরপুর মাজার রোডসহ কয়েকটি এলাকায় হাঁটুসমান পানিতে পার হয়েই চলাফেরা করতে হচ্ছে নগরবাসীকে।
সকাল থেকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী কর্মকর্তা-কর্মচারীদের।
এছাড়া বৈরী আবহাওয়ার কারণে কাজ না পেয়ে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন দিনমজুরসহ নিম্ন আয়ের জনগোষ্ঠী।
ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সালেহ মোহাম্মদ রায়হান জানান, ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হলেও শহরের সার্বিক যান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে রাস্তা ও ফুটপাত পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পথচারী ও যাত্রীরা।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের সময় বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে মন্ত্রণালয়ের নিরাপত্তা পরামর্শ