ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে।
উল্লেখ্য, সোমবার থেকে উপকূলীয় ১৯ জেলায় ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাব ফেলতে শুরু করেছে। ফলে সারাদেশে ঝড়ো ও মাঝারি বৃষ্টিপাতও হচ্ছে। এখন পর্যন্ত কয়েকটি জেলা ভোলা, নড়াইল ও খুলনায় ঝড়ে তিন জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী, মাদারীপুর ও পিরোজপুরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষতি হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ ও ব্যবস্থা নিয়েছে।
এরমধ্যে রয়েছে ত্রাণ সহায়তা কার্যক্রম, স্বাস্থ্যসেবা টিম গঠন, উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ, ফায়ার সার্ভিস, সেচ্ছাসেবক দল, কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনও কাজ করছে। সরকারের বিভিন্ন দপ্তর পরিস্থিতি মনিটরিং করছে।