ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় কক্সবাজারে বঙ্গোপসাগরে ১৩টি ট্রলার ডুবে গেছে। সোমবার টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরে ১৩টি ট্রলার ডুবে গেছে এবং এখনও পর্যন্ত সাতটি ট্রলারের নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: করতোয়ায় ট্রলারডুবি: নিহত বেড়ে ৩৬
তবে এ ঘটনায় কতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন এবং কতজন নিখোঁজ হয়েছে তা স্পষ্ট নয় বলে জানান মজিবুর।
এদিকে, কক্সবাজার জেলা প্রশাসক মামুন-উর-রশিদ বলেছেন, উপকূলীয় অঞ্চলের বাসস্থানের জন্য ৫৭৬টি ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্র খোলা হয়েছে। জেলার উপকূলীয় এলাকা থেকে সাড়ে ১১ হাজার লোককে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩