চট্টগ্রাম সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের পলাতক নেতা মহিবুল হাসান চৌধিরী নওফেলের বাসভবনে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ছাত্রলীগের সন্দেহভাজন ৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর ষোলশহর দুই নাম্বার গেইট মেয়র গলিতে এ অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, সাবেক শিক্ষামন্ত্রীর বাসায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে এখনো পর্যন্ত সাতজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল রাত থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদের আজ বিকেলে নগরীর মুরাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এ ছাড়া সন্ধ্যায় বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ করেছে এনসিপির নেতা-কর্মীরা।