চাঁদপুরের মতলব উপজেলার ছেংগারচর বাজারের শাহজালাল মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকানের প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার (২৩ মে) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন মতলব উত্তর ফায়ার স্টেশনের সদস্যরা।
স্থানীয়রা জানান, মার্কেটের আবুল কালামের জুতার গোডাউনে আগুনের সূত্রপাত হলে ভবনের নিরাপত্তারক্ষীরাসহ বাকিদের চিৎকার শুনে লোকজন আগুন নেভাতে আসে। দ্রুতই ফায়ার র্সাভিসকে খবর দেওয়া হলেও এরইমধ্যে আগুন ছড়িয়ে যায়।
এতে, মার্কেটের কালামের জুতার দোকান, জহিরের চায়ের দোকান, ইউনুছ মাষ্টারের টেইলরের দোকান ও সজল বর্মনের সেলুন আগুনে পুড়ে যায়।
মতলব উত্তর ফায়ার স্টেশন কর্মকর্তা নুরুল করিম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্তরা জানায়, তাদের প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসন্ন ঈদের এ ক্ষতি অপূরণীয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক সৈয়দ মোরশেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।