নিহত আবুল হোসেন বাবু (৩৫) উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামের আলমের ছেলে।
র্যাবের ভাষ্য, আবুল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় ৮টি মাদক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানায় র্যাব-৫।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলের একটি আম বাগানে ৪/৫ জন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন খবরের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে র্যাবের প্রতি গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হবার কথাও জানিয়েছে র্যাব।