চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে তিন কেজি ছয়গ্রাম স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বিশেষ অভিযানে ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের টুকরাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মো. আফসার আলী (২৮), তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও শহিদুল ইসলামের ছেলে।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ভারতীয় পোশাক কম থাকলেও জমে উঠেছে সুনামগঞ্জের ঈদের কেনাকাটা
এতে বলা হয়, সুলতানপুর সীমান্ত বিকাল ৪টার দিকে বিজিবি টহল দল এক ব্যক্তিকে তল্লাশির সময় তার কোমরে বাঁধা লাল কাপড়ের বেল্টের ভেতর থেকে ১৬টি স্বর্ণের বার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরা উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।
তার বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে বিজিবি।