চুয়াডাঙ্গার জীবননগরের মাধবপুর গ্রামে দিনেদুপুরে বাড়ির ভেতর ঢুকে মনিরুল ইসলাম ফেলা (৫০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হত্যা করা হয়। নিহত মনিরুল মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে নিজ বাড়িতে বসবাস করতেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করা হয়েছে। আমি ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।
স্থানীয় হাসাদাহ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য মো. উসমান আলি জানান, প্রায় তিন-চার মাস আগে মনিরুল ইসলাম বালিহুদা এলাকা থেকে এসে মাধবপুর গ্রামে বসবাস শুরু করেন। তিনি কৃষিকাজ, কলার ব্যবসা ও দিনমজুরির কাজ করতেন। হঠাৎ করে দুপুরে শুনি, কেউ তার ঘরে ঢুকে গলাকেটে হত্যা করেছে।
তবে কে বা কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং তদন্ত চলছে।